পাগলপ্রায় পরিস্থিতি! সাইফকে কোপানোর ভিডিও প্রকাশ্যে

বুধবার রাতে নবাব পতৌদিদের বাসভবনে এক নৈশভোজের আয়োজন ছিল। কারিনা কাপুর সেখানে অতিথিদের সঙ্গে ব্যস্ত ছিলেন। তার ঠিক ঘণ্টাখানেক বাদেই যে স্বামী সাইফ আলি খানকে এভাবে রক্তাক্ত অবস্থায় দেখতে হবে, সেটা স্বপ্নেও কল্পনা করতে পারেননি বেবো।

এ যেন দুঃস্বপ্ন! দুষ্কৃতির আক্রমণের পর কী ঘটে? সেই ভিডিও এখন প্রকাশ্যে।

মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী কারিনা কাপুর এবং দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গীরকে নিয়ে থাকেন ছোট নবাব সাইফ। রাত দু’টার দিকে পতৌদিদের ফ্ল্যাটে ঢুকে পড়ে এক ব্যক্তি। তার সঙ্গে বাড়ির পরিচারিকার বাকবিতণ্ডা বেধে যায়। আওয়াজ শুনেই ছুটে আসেন সাইফ। তখনই ওই ব্যক্তি সাইফ আলি খানকে ধারাল অস্ত্রের কোপ দেয়। কোপ খেয়েছেন এক কর্মচারীও। ভারতীয় গণমাধ্যমের কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, একাধিক ব্যক্তি ছিল সেখানে। সময়টা রাত আড়াইটা।

এদিকে, বাসভবনের সেই মুহূর্তের ভিডিও ক্যামেরাবন্দি হয়ে প্রকাশ পেয়েছে পাপারাজ্জি ভাইরাল ভায়ানির ইনস্টাগ্রামে। সেখানে দেখা যায়, কারিনার পরনে ছিল রাতপোশাক। ঢিলেঢালা গোলাপি শার্ট আর পায়জামা। খোলা চুল। অগোছালো অবস্থা। পাগলপ্রায় পরিস্থিতি কারিনার। উদভ্রান্তের মতো এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটছেন। বারবার মোবাইলে চোখ রাখছেন। এসবের মাঝেই বাড়ির পরিচারিকাদের সঙ্গে উদ্বিগ্ন কারিনাকে কথা বলতে দেখা যায়।

জানা গেছে, নৈশভোজের পর নিজের ঘরেই ছিলেন অভিনেত্রী। পরিচারিকার সঙ্গে অনাহূত ব্যক্তির বাকবিতণ্ডা শুনে বেডরুম থেকে বেরিয়ে আসেন সাইফ। বড় বচসা বাঁধে। এর পরই বলিউড নবাবকে ছয়বার ছুরির কোপ মেরে পালায় দুষ্কৃতি। ঘটনার পর রক্তাক্ত সাইফকে দেখে ঘাবড়ে যান কারিনা। এরপরই আহত স্বামীকে নিয়ে লীলাবতী হাসপাতালে ছোটেন বেবো।

সন্ধ্যার হাউজ পার্টি উপস্থিত ছিলেন কারিনার ‘গার্ল গ্যাং’—বোন বড় বোন কারিশমা কাপুর, বন্ধু সোনম কাপুর ও রিয়া কাপুর। তাঁদের নিয়েই সন্ধ্যায় আনন্দে মেতে উঠেছিলেন নায়িকা। নৈশভোজের কিছু ছবিও কারিনা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। কিন্তু তখনও কি তাঁরা ভাবতে পেরেছিলেন যে, আর কয়েক ঘণ্টা পরই তাঁদের জীবনে এমন ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে!

ঘটনার পর সাইফকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচার করা হয়েছে তাঁর। আপাতত স্থিতিশীল তিনি। শেষ হয়েছে কসমেটিক সার্জারিও। চিকিৎসক নীরজ উত্তমনি জানিয়েছেন, আড়াই ঘণ্টা ধরে চলে সাইফ আলি খানের অস্ত্রোপচার। ইতিমধ্যেই অভিনেতার শরীর থেকে ২-৩ ইঞ্চি একটি ধারালো বস্তু বের করা হয়েছে। চিকিৎসকরা মনে করছেন ওটা ছুরির অংশ। এছাড়া সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে।

হাসপাতালের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, অভিনেতার শরীরে মোট ছ’টি ক্ষত হয়েছে। যার মধ্যে দু’টি ক্ষত গভীর বলে জানানো হয়। এমনকি শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন অভিনেতা বলে জানিয়েছে হাসপাতাল। নায়কের পাশাপাশি তাঁর বাড়ির এক পরিচারককেও ছুরি দিয়ে কোপানো হয়। জানা গেছে, তাঁর পরিস্থিতিও এখন স্থিতিশীল।

About admin

Check Also

চরম দু:সংবাদ, ভিসা বন্ধ করল….

শুক্রবার আইআরসিসি জানায়, ২০২৪ সালের পিজিপি প্রোগ্রামের আওতায় পূর্বে জমা দেওয়া আবেদনগুলোই কেবল প্রক্রিয়াকরণে রাখা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *