ধেয়ে আসছে তীব্র শৈত্যপ্রবাহ, জানা গেল সময়

জানুয়ারি মাসকেই বাংলাদেশে শীতের মাস কেন বলা হয় তা হাড়ে হাড়ে টের পাচ্ছে দেশবাসী। নতুন বছরের দ্বিতীয় দিনই মৌসুমের সর্বোচ্চ শীত অনুভূত হয়েছে। এই শীত সামনে আরো বাড়বে। আগামী ৭ থেকে ৯ জানুয়ারির মধ্যে দেশে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া চলতি মাসের মাঝামাঝি থেকে শেষদিকে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, আগামী ২-৩ দিন সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে আগামী ১০ জানুয়ারির মধ্যে একটি শৈত্যপ্রবাহ হতে পারে। তবে সেটা তীব্র শৈত্যপ্রবাহ হবে না। তীব্র শৈত্যপ্রবাহ আসবে আরো কিছুদিন পর।

আবহাওয়া বিশেষজ্ঞ আব্দুল মান্নান বলেন, আগামী ২-৩ দিন তাপমাত্রা কিছুটা বাড়লেও ৭ থেকে ৯ জানুয়ারির মধ্যে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভবনা বেশি। মাঝারি শৈত্যপ্রবাহ হলে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে।

তিনি আরো বলেন, প্রতিবারই জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা কমতে থাকে। এই সময়ে কমপক্ষে একটি তীব্র শৈত্যপ্রবাহ আসে। আর তীব্র শৈত্যপ্রবাহ হলে তাপমাত্রা ৪ ডিগ্রিতে নেমে যেতে পারে। তীব্র শৈত্যপ্রবাহ মাসের মাঝামাঝি থেকে ২৫ জানুয়ারির মধ্যে হতে পারে। এই মাসের প্রথম স্পেল শেষ হলে বিষয়টি পরিষ্কার বোঝা যাবে।

About admin

Check Also

চরম দু:সংবাদ, ভিসা বন্ধ করল….

শুক্রবার আইআরসিসি জানায়, ২০২৪ সালের পিজিপি প্রোগ্রামের আওতায় পূর্বে জমা দেওয়া আবেদনগুলোই কেবল প্রক্রিয়াকরণে রাখা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *