সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ধাওয়া দিল পুলিশ, ফাঁকা গুলি

রাজধানীতে সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এ সময় পুলিশ দুটি ফাঁকা গুলি ছোড়ে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে আজ জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন শতাধিক শিক্ষার্থী।

প্রেসক্লাবের সামনে থেকে শিক্ষার্থীদের চার সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে যান শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে। তবে বাইরে অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের সঙ্গে একপর্যায়ে পুলিশের বাগ্‌বিতণ্ডা হয়। পরে শিক্ষার্থীদের লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে তারা।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর সংবাদমাধ্যমকে জানান, সচিবালয়ের ভেতরে প্রবেশের চেষ্টা করছিলেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। কিন্তু পুলিশ তাদের বাধা দেয়। কিছুক্ষণ পর তারা চলে যান।

About admin

Check Also

চরম দু:সংবাদ, ভিসা বন্ধ করল….

শুক্রবার আইআরসিসি জানায়, ২০২৪ সালের পিজিপি প্রোগ্রামের আওতায় পূর্বে জমা দেওয়া আবেদনগুলোই কেবল প্রক্রিয়াকরণে রাখা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *