খাবার পরিবেশনে দেরি, বিয়ে ভেঙে খালাতো বোনকে বিয়ে করলেন বর

ভারতের উত্তর প্রদেশের চান্দাউলিতে এক বর খাবার পরিবেশনে বিলম্বের অভিযোগে বিয়ে ভেঙে দিয়ে নিজের খালাতো বোনকে বিয়ে করেছেন। এই ঘটনায় হতবাক কনে ও তার পরিবার ন্যায়বিচারের জন্য পুলিশের শরণাপন্ন হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

কনে দাবি করেছেন, বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে বরপক্ষকে দেড় লাখ রুপি দেওয়া হয়েছিল।

কনে জানান, সাত মাস আগে মেহতাব নামের এক যুবকের সঙ্গে তার বিয়ে ঠিক হয়। ২২ ডিসেম্বর হামিদপুর গ্রামে তার বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। বরযাত্রী আসার পর তাদের উষ্ণ অভ্যর্থনা জানায় কনের পরিবার।

কনে বলেন, সকালে থেকেই আমি প্রস্তুত ছিলাম। বর ও তার পরিবার এসে খাবার খেয়েছেন। এরপর তারা আমার বাবা-মাকে গালমন্দ করেন। একপর্যায়ে স্থান ত্যাগ করেন। আমি পরে পুলিশের কাছে বিচার চাই।

তিনি আরও বলেন, খাবার পরিবেশনে সামান্য বিলম্ব হওয়ায় মেহতাব বিরক্ত হন। বন্ধুরা তাকে নিয়ে উপহাস করায় বরপক্ষ কনের পরিবারের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে। এরপর দুপক্ষের মধ্যে তর্কাতর্কি হয়।

গ্রামের প্রবীণরা সমাধানের চেষ্টা করলেও মেহতাব বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে বাড়ি ফিরে যান।

কনের পরিবার যখন এই পরিস্থিতি নিয়ে চিন্তিত, তখন মেহতাব সেদিনই তার খালাতো বোনকে বিয়ে করেন।

২৩ ডিসেম্বর কনে ও তার পরিবার ইন্ডাস্ট্রিয়াল নগরের পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানান। অভিযোগে তারা উল্লেখ করেছেন, বিয়ের আয়োজন ও বরযাত্রীদের আপ্যায়নে তাদের প্রায় ৭ লাখ রুপি ক্ষতি হয়েছে।

কনের মা জানান, বিয়ের আগে বরপক্ষকে দেড় লাখ রুপি দেওয়া হয়েছিল।

এ নিয়ে পুলিশ সুপারিনটেনডেন্ট আদিত্য লগের সঙ্গে যোগাযোগ করা হলে দুপক্ষকে ডেকে সমঝোতার ব্যবস্থা করা হয়।

সার্কেল অফিসার রাজেশ রাই জানান, দুপক্ষের মধ্যে একটি লিখিত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে কনের পরিবারকে এক লাখ ৬১ হাজার রুপি দেওয়ার সিদ্ধান্ত হয়।

About admin

Check Also

চরম দু:সংবাদ, ভিসা বন্ধ করল….

শুক্রবার আইআরসিসি জানায়, ২০২৪ সালের পিজিপি প্রোগ্রামের আওতায় পূর্বে জমা দেওয়া আবেদনগুলোই কেবল প্রক্রিয়াকরণে রাখা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *