২০২৬ সালে দায়িত্ব ছাড়ার ঘোষণা

খেলোয়াড় ১৯৯৮ ও কোচ – দুই ভূমিকাতেই বিশ্বকাপ জিতা দিদিয়ের দেশঁর ভক্ত সমর্থকদের জানিয়েছেন,২০২৬ বিশ্বকাপ দিয়ে ফ্রান্সের ডাগআউটে ১৪ বছরের পথচলা শেষ হয়ে যাচ্ছে তাঁর।

২০১২ সালের জুলাইতে লো ব্লঁ-র দায়িত্ব নেওয়া দেশঁর সঙ্গে ফ্রান্সের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। এক সাক্ষাৎকারে দেশঁর জানিয়েছেন, চুক্তির মেয়াদ আর বাড়াবেন না তিনি।

ফরাসি সংবাদমাধ্যম তে এফ আঁ-কে দেশঁ বলেছেন, ‘২০২৬ সালে এ পথচলা শেষ হয়ে যাচ্ছে। আমি ভেবেচিন্তেই এ সিদ্ধান্ত নিয়েছি। ফ্রান্সকে শীর্ষ পর্যায়ে ধরে রাখতে আমার আকাঙ্ক্ষা আর প্যাশন একই রকম আছে। কিন্তু (থামার জন্য) ২০২৬ খুবই ভালো সময়।

উল্লেখ্য,দেশঁর অধীনে ফ্রান্সের সাফল্যের পাল্লাটা বেশ ভারীই। ২০১৮ বিশ্বকাপে শিরোপা আর ২০২২ বিশ্বকাপের রানার্সআপ ছাড়াও ২০২১ সালে ফরাসিদের নেশনস লিগের শিরোপা এনে দেন দেশঁ। আক্ষেপ বলতে শুধু ইউরোটাই থাকছে।

About admin

Check Also

চরম দু:সংবাদ, ভিসা বন্ধ করল….

শুক্রবার আইআরসিসি জানায়, ২০২৪ সালের পিজিপি প্রোগ্রামের আওতায় পূর্বে জমা দেওয়া আবেদনগুলোই কেবল প্রক্রিয়াকরণে রাখা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *