শেষ পর্যন্ত বাঁচানো গেল না জনপ্রিয় বলিউড অভিনেতাকে

ভোজপুরি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক সুদীপ পাণ্ডে আর নেই। ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ে গত বুধবার সকাল ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তরুণ অভিনেতা। তাঁর আকস্মিক মৃত্যু ভোজপুরি শিল্প জগতকে গভীর শোকের মধ্যে ডুবিয়ে দিয়েছে।

ভোজপুরি চলচ্চিত্রে সুদীপ পাণ্ডে ছিলেন এক প্রতিশ্রুতিশীল অভিনেতা এবং প্রযোজক। মাত্র ৩০ বছর বয়সে তাঁর চলে যাওয়ায় তাঁর পরিবার, সহকর্মী এবং ভক্তরা অত্যন্ত মর্মাহত। সোশ্যাল মিডিয়ায় সুদীপের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনেকে। এক ভক্ত লিখেছেন, “আরআইপি, আপনার আত্মার শান্তি কামনা করি,” অন্য একজন জানিয়েছেন, “খুব তাড়াতাড়ি চলে গেলেন।”

সুদীপ পাণ্ডে ভোজপুরি চলচ্চিত্রে ‘ভোজপুরিয়া ভাইয়া’ দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন। তার পরবর্তী সময়ে, ‘পেয়ার মে’, ‘বালওয়া’, ‘ধরতি’-এর মতো সফল ছবিতে অভিনয় করে তিনি দর্শকদের হৃদয়ে স্থান করে নেন। তার অদম্য আকর্ষণ এবং অ্যাকশন ধারার অভিনয়ে ভোজপুরি চলচ্চিত্রে তার অবদান অসীম।

এছাড়া, ২০১৯ সালে তিনি হিন্দি ছবিতে ‘ভি ফর ভিক্টর’-এ অভিনয় করেছিলেন এবং সম্প্রতি ‘পারো পাটনা ওয়ালি’ সিরিজের দ্বিতীয় পর্বের শুটিং শুরু করেছিলেন।

সুদীপের মৃত্যুতে ভোজপুরি বিনোদন জগতের একজন উজ্জ্বল তারকা হারাল। তাঁর প্রতিভা ও অভিনয় দর্শকদের মনে চিরকাল বেঁচে থাকবে। এই বিশাল শূন্যতা কখনো পূর্ণ হবে না, এবং সুদীপ পাণ্ডে চিরকাল তার ভক্তদের হৃদয়ে জীবিত থাকবেন।

About admin

Check Also

চরম দু:সংবাদ, ভিসা বন্ধ করল….

শুক্রবার আইআরসিসি জানায়, ২০২৪ সালের পিজিপি প্রোগ্রামের আওতায় পূর্বে জমা দেওয়া আবেদনগুলোই কেবল প্রক্রিয়াকরণে রাখা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *