চারটি প্রদেশ নিয়ে গঠিত হবে নতুন বাংলাদেশ!

দেশের প্রশাসনিক কাঠামোতে পরিবর্তনের সুপারিশ নিয়ে কাজ করছে জনপ্রশাসন সংস্কার কমিশন। কমিশন রাষ্ট্রীয় নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিষয়ের বাইরে অন্যান্য ব্যবস্থাপনার দায়িত্ব প্রদেশের হাতে দেওয়ার পক্ষে মত প্রকাশ করেছে।

বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে বিভিন্ন সংস্কার প্রস্তাব জমা দিয়েছে সংবিধান, নির্বাচন, পুলিশ এবং দুর্নীতি দমন কমিশনসংক্রান্ত সংস্কার কমিশন। ওই অনুষ্ঠানে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ও সদস্যরা উপস্থিত ছিলেন। কমিশনের সম্ভাব্য প্রস্তাবের মধ্যে পুরোনো চারটি বিভাগকে প্রদেশে রূপান্তরের বিষয়টিও রয়েছে বলে সূত্র জানিয়েছে। প্রস্তাবিত চারটি প্রদেশ হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনা।

তবে প্রদেশগুলোর পরিচালনা কাঠামো কেমন হবে বা তাদের কাজ কী হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কমিশন। জানা গেছে, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে এবং কমিশনের সুপারিশ এখনো চূড়ান্ত হয়নি।

কমিশন জানিয়েছে, প্রদেশ গঠনের বিষয়টি সংবিধান সংশোধনের সাথে সম্পর্কিত। তাই এ বিষয়ে এখনই বিস্তারিত কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব নয়।

বাংলাদেশে একাধিক প্রদেশ গঠনের প্রস্তাব নতুন নয়। অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তি উপলক্ষে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন তাঁর একটি লেখায় পাঁচটি প্রদেশ গঠনের প্রস্তাব দিয়েছিলেন।

উল্লেখ্য, বর্তমানে দেশে আটটি প্রশাসনিক বিভাগ রয়েছে: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ। পাশাপাশি কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার প্রস্তাব নিয়েও আলোচনা চলছে। এর আগে জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের প্রাথমিক সুপারিশে কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার কথা বলেছিল।

About admin

Check Also

চরম দু:সংবাদ, ভিসা বন্ধ করল….

শুক্রবার আইআরসিসি জানায়, ২০২৪ সালের পিজিপি প্রোগ্রামের আওতায় পূর্বে জমা দেওয়া আবেদনগুলোই কেবল প্রক্রিয়াকরণে রাখা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *