শীতে দাপটে কাঁপছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে সেখানকার জনজীবন। গত দুই দিন সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যেই ওঠানামা করলেও আজ রবিবার তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রির ঘরে।
সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি।
এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, তেঁতুলিয়ায় টানা দুই দিন ধরে তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যেই ছিল। রবিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। শনিবার রাত থেকে সকাল পর্যন্ত দ্বিতীয় দফার মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়।