রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির নিজস্ব ইউটিউব চ্যানেলে শনিবার(১৮ জানুয়ারি) প্রকাশিত এক ভিডিওতে আলোচনা করেন নির্বাচন নিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি।
ভিডিওর শুরুতে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে সাপ-লুডুর খেলা চলছে। এই মুহূর্তে নির্বাচন বা দেশের রাজনীতিতে কি হবে তা আমরা কেউই স্পষ্টভাবে বলতে পারছি না। বর্তমান রাজনৈতিক অস্থিরতা সামাল দিতে পারবে এমন রাজনীতি আর বাংলাদেশে নেই। এই মুহূর্তে যেটি ঘটছে তা হলো নির্বাচনকেন্দ্রীক নড়াচড়া ও ক্ষমতার ভাগবন্টন নিয়ে মতবিরোধ।
তিনি বলেন, যারা ক্ষমতার কলকাঠি নাড়াচ্ছেন যেমন- সচিবালয়ের আমলা কিংবা ক্যান্টনমেন্টের সামরিক কর্তা কিংবা পুলিশের বড় কর্মকর্তা, রয়েছেন উপদেষ্টামণ্ডলী ও গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সমন্বয়কবৃন্দের মধ্যে ক্ষমতার যে রশি টানাটানি, সংঘাত, অন্তর্দ্বন্দ্ব ও ভুল বোঝাবুঝি এগুলো দিনদিন প্রকট হচ্ছে। যার ফলে রাজনীতি নির্বাসনে চলে যাচ্ছে। আর দ্রুত নির্বাচন দেওয়ার পক্ষে একদল তৎপর ও অন্যদিকে বিভিন্ন ছলাকলা করে পেছানোর পক্ষেও রয়েছে একদল।
তিনি আরো বলেন, তারা নির্বাচন চাচ্ছে না, কারণ নির্বাচনের সাথে তাদের অস্তিত্ব নির্ভর করছে,তাদের নিরাপত্তা নির্ভর করছে। যারা নির্বাচন দ্রুত চাচ্ছেন তারা জানেন নির্বাচন দ্রুত না হলে তারা ঐতিহাসিক বিপর্যয়ে পড়বেন। কাজেই নির্বাচনে অংশগ্রহণ করাকে জীবন-মরণ মনে করে রাজনীতি বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের উপর যতরকম প্রভাব বিস্তার করা যায় তা করছে। অন্যদিকে যারা ক্ষমতায় আছেন বা আড়ালে থেকে নিয়ন্ত্রণ করছে বা সহযোগী শক্তি তারা চাচ্ছে নির্বাচন দুবছর দেরিতে হোক।
পরিশেষে তিনি বলেন, এই যে বিভিন্ন পক্ষের টানাটানির মধ্যে যেটি হচ্ছে তা হলো আমলাতন্ত্র। আমলাতন্ত্র সুবিধা পাচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যত বিভক্তি হবে আমলাতন্ত্র তত শক্তিশালী হবে ও তাদের নিয়ে খেলবে। কোনো দেশে যখন অনির্বাচিত ও অগণতান্ত্রিক সরকার থাকবে তখন আমলাতন্ত্রের শক্তি বৃদ্ধি পাবে।
ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=E6-_rskZk04