গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরু সম্প্রতি এক টকশোতে আওয়ামী লীগের ফাঁসির দাবি নিয়ে শাহবাগে একটি জনতার মঞ্চ গঠনের আহ্বান জানিয়েছেন।
নুরুর দাবি দরকার ৭২ এর সংবিধান বাতিল করা যে রকম দরকার তেমনি খুব জরুরী দরকার এখন শাহবাগে আওয়ামী লীগের ফাঁসির দাবি নিয়ে গণজাগরণ মঞ্চের মতো শেখ হাসিনাসহ এই গণহত্যায় যারা জড়িত তাদের ফাঁসি নিশ্চিত করার জন্য শাহবাগে জনতার মঞ্চ করা দরকার সব দল মতের মানুষকে নিয়ে।
নুরু বলেন ফ্যাসিবাদের সাথে যারা জড়িত এরকম কয়েক হাজার মানুষকে ফায়ারিং স্কোয়াডে মেরে ফেলা উচিত। কারণ ভবিষ্যতে যেনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।
নুরু আরও উদ্বেগ প্রকাশ করেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর আন্দোলন বা বিচার কার্যক্রম নিয়ে দেশের রাজনৈতিক দল বা ছাত্র আন্দোলনের মধ্যে তেমন কোনো সক্রিয়তা নেই। তিনি অভিযোগ করেন, “প্রত্যেকে নিজ নিজ দল গঠনে ব্যস্ত, ধান্দাবাজি আর মন্ত্রিত্ব পাওয়ার দিকেই নজর। কিন্তু আওয়ামী লীগকে নির্মূল করার বিষয়ে কেউই সচেতন নয়।”
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো সমঝোতার মাধ্যমে চলতে চায়, যা শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনতে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। নুরুর মতে, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যবদ্ধ আন্দোলনই একমাত্র পথ।
সূত্র:SATV